আ’লীগ নেতা আব্দুল মান্নান ও মির্জা মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:০৯ পিএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৫৮৩

টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ও উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৪ এপ্রিল বুধবার সকালেই টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যলয়ের মিলাদ ও দোয়া মাফিলের আয়োজন করা হয়।

বুধবার সকালে মরহুম দুই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হর্যরত আলী প্রমুখ।

এ উপলক্ষে দিনব্যাপী জেলার সকল উপজেলায় আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার বিতরন, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়। 

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম.এন ইনচার্জ ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী,বাংলাদেশের আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ২০০৫ সালে ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন। অপর দিকে বাংলাদেশের আওয়ামীলীগের উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ২০১৬ সালের ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন।