শেখ হাসিনার উন্নয়নের কারণেই নৌকার ভোট বেড়েছে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৯৫৭

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন আজ বাংলাদেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে।

জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের কারণে আজ নৌকার ভোটার বেড়েছে ভোট বেড়েছে। আওয়ামীলীগ সুসংগঠিত হয়েছে। এই টাঙ্গাইলে যে উন্নয়ন হয়েছে তা টাঙ্গাইলবাসীকে আশাবাদী করেছে।

উন্নয়নের ফলে টাঙ্গাইল এখন আওয়ামীলীগের দূর্গে পরিণত হয়েছে। এই কাকুয়া থেকে টাঙ্গাইল শহরে যেতে আগে প্রায় সারাদিন লেগে যেত এখন সময় লাগে মাত্র ৩০ মিনিট কারন একটায় এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে।

প্রধান অতিথি মাধ্যমে তিনি আহবান জানান একবার মহাজোট থেকে প্রার্থী নির্বাচিত করা হয়েছিল এবং জয়ী হয়ে ছিল কিন্তু তুলনামূলক তেমন কোন উন্নয়ন তাদের পক্ষে করা সম্ভব হয়নি আওয়ামীলীগের নৌকার কারনে আজ টাঙ্গাইলে উন্নয়ন দৃশ্যমান ।

কাজেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে যাকে খুশি তাকে নমিনেশন দেওয়া হোক তাতে সমস্যা নাই নৌকাকে নিয়ে আসতে হবে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।

শনিবার ১৩ অক্টোবর বিকালে শেখ হাসিনা সড়ক ও জননেতা আব্দুল মান্নান ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে কাকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বাগব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন আজ যমুনা নদীর ৪৫ কিঃ মিঃ টেন্ডার হয়েছে আরোও ৭ কিঃ মিঃ প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনা নির্দেশে যে উন্নয়ন তা এলাকায় সাধিত হয়েছে। আমাদের যদি আদশ না থাকে এ উন্নয়ন আমাদের কাজে আসবে না। কাজেই এ যমুনা নদীর দ্রুত বাঁধ নির্মাণ করে টাঙ্গাইলের এই চর অঞ্চলকে নদী গর্ভে বিলীন হওয়া থেকে আমাদের রক্ষা করতে হবে।