কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করলেন এমপি দবিরুল

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৪৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ঠাকুরগাও -২ আসনেরর সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য তিন চার হাজার মোটরসাইকেলের একটি শোভাযাত্রার আয়োজন করে এমপি দবিরুল ইসলাম।

১৩ অক্টোবর শনিবার দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার অনুষ্ঠিত হয়।ঠাকুরগাও দুই আসনের আওয়ামীলীগের সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এই আয়োজন।

বালিয়াডাঙ্গী শহিদ আকবর আলী বিজ্ঞান প্রযুক্তি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটির নেতৃত্বে ছিলেন ঠাকুরগাও ২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম।

শোভাযাত্রাটি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় নিজ গাড়ীতে দাঁড়িয়ে এমপি দবিরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে।তাঁর ধারা বাহিকতায় ঠাকুরগাঁও দুই আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে।তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করার আহবান জানান।

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি হরিপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এতে দুই উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে প্রচারপত্র বিলি করা হয়। এ শোভাযাত্রা থেকে হরিপুর – বালিয়াডাঙ্গী উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার কে আবারোও ক্ষমতায় আনার জন্য আহবান জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজারুল ইসলাম সুজন,মমিনুল ইসলাম ভাষানী,আব্দুস সাত্তার বাবু প্রমুখ।

এ সময় ঠাকুরগাও ২ আসনের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন।