ময়মনসিংহ আঞ্চলিক সমিতির উদ্যোগে
টাঙ্গাইলে ইউএনও ইসরাত সাদমীন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


টাঙ্গাইলে ময়মনসিংহ আঞ্চলিক সমিতির উদ্যোগে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সমিতির সদস্য ইসরাত সাদমীনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর ভ’মি অফিসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়, সদস্য টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভ’মি) সুখময় সরকার, সাংগঠনিক সম্পাদক পরিবেশ কর্মী সহিদ মাহমুদ, সহ-প্রচার সম্পাদক শিক্ষার্থী মো. ইউসুফ আলী এবং সদস্য মো. শাহজালাল প্রমুখ।
এছাড়া এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির অর্থ সম্পাদক সংবাদকর্মী তনয় কুমার বিশ্বাস। জানা যায়, ২৮ তম বিসিএস এর কর্মকর্তা ইসরাত সাদমীন ২০১৭ সালের ১০ জানুয়ারী মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মির্জাপুরে এক বছর দশ মাস সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার পদায়ন হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক এর আন্তরিক প্রচেষ্টায় টাঙ্গাইলে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৫ জেলা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা নিয়ে ময়মনসিংহ আঞ্চলিক সমিতিটি গঠিত হয়ে অধ্যবদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।