ঠাকুরগাঁওয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৮ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৪৩৭
'কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগে পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
 
জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শনিবার (১৩ অক্টোবর) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসক প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর নেতৃত্বে র‍্যালিটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
 
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূর কুতুবুল আলম ঠাকুরগাঁওয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অুমত কুমার সাহা,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ইএসডিও এর প্রোগ্রাম ম্যানাজার মোকসেদুল মমিন, ব্যাকের প্রতিনিধি গোলাম মোস্তোফা, ওর্য়াল্ড ভিশন এর এরিয়া প্রোগ্রাম ম্যানাজার লিওবার্ট চিসিম, সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।