ঝিনাইগাতীতে মানবাধিকার প্রতিষ্ঠায়
নাগরিক সমাজের ভূমিকা ও করনীয় শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা


শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করনীয় শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রেজাউল করিমের সভাপতিত্বে ও মেহেদী হাসান হালিমের উপস্থাপনাায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুবেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সওকত আলী, সেক্রেটারী আবু রায়হান আল মাসুদ, সদস্য শফিউল্লাহ কাউছার, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন জেলা কমিটি, সেই সাথে প্রত্যেক সদস্যকে আইড কার্ড প্রদান করেন। ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ২বছর দায়িত্ব পালন করবেন। প্রধান ও বিশেষ অতিথি প্রশাসনিক ভাবে এই কমিটিকে সাবর্কি সহযোগীতার আশ্বাস প্রদান করেন।