পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর আহত দুই

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৪০ পিএম, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | ৪১৮

টাঙ্গাইল পৌরসভার সন্তোষ বাগবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. মাজেদুর রহমানের বাড়িঘর ভাংচুর অভিযোগ উঠেছে মো. দুলাল মিয়ার নামে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত পায়ে হাটার রাস্তা নিয়ে পৌরসভার সন্তোষ বাগবাড়ী গ্রামের মো. দুলাল মিয়া ও মাজেদুর রহমান এর পরিবারের সাথে দ্বন্ধ চলছিলো। সেই পায়ে হাটার রাস্তার ব্যাপারে বৃহস্পতিবার টাঙ্গাইল পৌরসভার মেয়র উপস্থিতে মীমাংশ হওয়ার কথাও ছিলো। কিন্তু পৌরমেয়র ব্যস্থ থাকায় মীমাংশার জন্য আর বসা হয়নি।

দুপুরের দিকে মো. দুলাল মিয়া তার আত্মীয়-স্বজন নিয়ে এসে মাজেদুর রহমানের বাড়িঘর ভাঙতে থাকে। সেখানে বাধা দিতে গেলে মৃত আব্দুল হামিদের ছেলে মো. বাছেদ খান (৩২) ও মো. গোলা মিয়ার ছেলে মো. জাহিদ হাসান (২৮)কে বেধরক মারধর করে দুলাল মিয়াসহ তার লোকজনেরা পালিয়ে যায়। মার খেয়ে মো. বাছেদ খান ও জাহিদ হাসান মাটিতে পরে যায়। পরে মাজেদুরর পরিবারের লোকজন কান্না করলে আশে পাশের মানুষ এগিয়ে আসে ও তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় তৃতীয় তলার ৬ নং ওয়ার্ডে আহতরা চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে মো. বাছেদ খান বলেন, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুরে বাড়িঘর ভাংচুর করে পাশের বাড়ির মো. দুলাল মিয়া ও তার লোকজনেরা। সেখানে বাধা দিতে গেলে আমাকে মারধর করে।

এ বিষয়ে মো. জাহিদ মিয়া বলেন, আমাদের বাড়িঘর ভাংচুর করার সময় আমি বাধা দিতে গেলে মো. দুলাল মিয়া, দুলাল মিয়ার চাচা জয়নাল আবেদীন, মো. ইব্রাহিম ও মো. সোলায়মানসহ ১৫-২০ জন আমাদের বেধরক মারধর করে। পরে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেছে। আমি দুলাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।