টাঙ্গাইলে প্রোভাইডার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ৪২৬

টাঙ্গাইলে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর শিক্ষা ও শিশু উন্নয়নের কর্মসূচির আওতায় সার্ভিস প্রোভাইডার সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী’র সভাপেিত্ব এসএসএস ভবনের পঞ্চমতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. ফরহাদ হোসেন, এসএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বীরেশ চন্দ্র পাল, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর শিক্ষা ও শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল লতিফ মিয়া, ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, এনটিভির স্টার রিপোর্টার মহব্বত হোসেন, চর নগরবাড়ি কৃষি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ