নীলফামারীতে শেখ রাসেলের নামে বুল্লাই নদীতে সেতুর দাবি


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ও রনচন্ডী দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ধরেয়ার বাজার তার পূর্বে দিকে প্রবাহিত তিস্তার শাখা বুল্লাই নদী। নাউয়ার ঘাটে যার একটি ব্রীজের কারনে দীর্ঘদিন ধরে দশ গ্রামের মানুষ অসহায় জীবন পারাপার করছে। অত্র এলাকার মানুষের প্রানের দাবি নাউয়ার ব্রীজ। কিন্তু কোন নেতাই সেই বিষয় টি কর্নপাত করে না।
নির্বাচনের আগে সব নেতাই ব্রীজটির কাজ করে দিতে চায়। কিন্তু নির্বাচনের পরে আর নেতাদের স্মরন থাকে না ব্রীজ দেওয়ার কথা। গত কয়েকদিন অতি বৃষ্টির কারনে পুরনো বাঁশের সাকোটি ভেঙ্গে যায়। তখন দশ গ্রামের মানুষ ও কেমলমতি শিক্ষার্থীরা কলাগাছের ভেলায় করে কয়েকদিন নদী পারাপার হয়।
নদীর পানির স্রোতধারা ও পানি কম থাকায় স্থানীয় স্বেচ্ছাসেবী মানুষ ও সংগঠনের সদস্যরা মিলে আজ রবিবার আবারো সবার দেয়া টাকায় নদী পারাপারের মতো একটি সাঁকো তৈরি করা হয়। আর এই কাজটিতে সার্বিক ভাবে সহায়তা করে ধরেয়ার বাজার দোকান মালিক সমিতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাড়াগ্রাম ইউনিয়ন শাখা, মাশরাফি বিন মর্তূজা ক্রীড়া ও সানাজিক যুব সংঘ।
এ বিষয়ে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাড়াগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হেসেন মন্জুরুল বলেন, দশ গ্রামের মানুষে প্রানের দাবি এই ব্রীজ। তাই স্থানীয় জনগন ও সামাজিক সংগঠনের সদস্যরা গত বারের মত এবারো আমরা চাঁদা কালেকশন করে ব্রীজটির জায়গায় বাঁশের সাঁকো নির্মান করলাম।
আমরা সরকার মহাদয়ের নিকট আকুল আবেদন করি উন্নয়নের ছোয়া সমগ্র বাংলাদেশে তাই আর আমাদেরকে অবহেলিত না রেখে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে অত্র এলাকায় একটি ব্রীজ করেন। তাহলে আমরা বাংলাদেশ সরকারের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো দশ গ্রামের মানুষ।