একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-ছানোয়ার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০০ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৬৩৭

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ওই স্বপ্ন পূরণ হবে না। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ শেখ হাসিনার নেত্বতে সৃষ্টি হয়েছে। তার জলজন্ত উদাহরণ গাজীপুর সিটি করর্পোরেশন নিবার্চন ,সিলেট,রাজশাহী,বরিশালের নিবার্চন।

আজ ০৬ অক্টোবর শনিবার বিকালে বাসাখানপুর চৌরাস্তায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসাখানপুরে কেন্দ্র কমিটি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, টাঙ্গাইল সদর উপজেলা ভাইচ-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মদ ও আয়োজনে ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।