বাগাতিপাড়ায় জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৫৯২

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। লালপুর ও বাগাতিপাড়া দুই উপজেলা যুব সংহতির যৌথ আয়োজনে শনিবার বিকেলে তালহা এম.পি (সাবেক) এর বাস ভবনের আম চত্তরে এই কমিটি গঠন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবু তালহা।

দ্বি-বার্ষিক কাউন্সিলে বাগাতিপাড়া উপজেলা যুব সংহতির সভাপতি রুবেল হোসেন ও সেক্রেটারী জিয়াউল হক কে সেক্রেটারী, আবু রায়হান কে সাংগঠনিক সম্পাদক করা হয় এবং লালপুর উপজেলা যুব সংহতির বিপুল কুমার সরকার কে সভাপতি, মোতালেব হোসেন ঝন্টু কে সেক্রেটারী, ফরহাদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট লালপুর ও বাগতিপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতির কেন্দ্র কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হিরন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারী আব্দুল কুদ্দস, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী আব্দুল খালেক, পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম, সেক্রেটারী আসাদুজ্জামান লালন, বাগাতিপাড়ার পৌর যুব সংহতির সভাপতি আকরাম হোসেন, সেক্রেটারী মেহেদী হাসান, গোপালপুর যুব সংহতির সভাপতি ফরহাদ হোসেন, সেক্রেটারী সজল আলী, বাগাতিপাড়া উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আবু জাফর মিঠুন, সদস্য সচিব সুরুজ আলী, সহ লালপুর ও বাগাতিপাড়ার জাতীয় পার্টির, জাতীয় যুব সংহতি ও ছাত্র সমাজের নেতা ও কর্মী বর্গ।