৪ শতাধিক চ্যানেল বন্ধ করলো ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৩৯৮

শিশুদের শোষণের ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফি প্রচার করায় চার শতাধিক চ্যানেল বন্ধ করেছে ইউটিউব। ওই চ্যানেলগুলোর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়ায় এবং ইউটিউবের তদন্তে ওইসব অভিযোগের সত্যতা মেলায় সম্প্রতি এ পদক্ষেপ নেয় সংস্থাটি।

ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষা করতেই তাদের এই সিদ্ধান্ত। ভবিষ্যতে ভিডিওর ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এছাড়া নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থাগুলোও ইউটিউবের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে ইউটিউবের অন্যতম স্রষ্টা ম্যাট ওয়াটসন জানিয়েছেন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যাতে কেউ যৌনতা বা শিশুশ্রম প্রচার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই নজরদারির ক্ষেত্রে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছি আমরা। ভিডিওর কমেন্ট সেকশনেও যেন কেউ বিকৃত মন্তব্য করতে না পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে।