টাঙ্গাইলে চোলাই মদসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৪২৫

টাঙ্গাইলে ৭০ লিটার চোলাইমদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (৫ অক্টোবর) সকালে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩এর কোম্পানী কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- শহরের কান্দাপাড়া মুচিপট্টির অন্তু রবিদাসের ছেলে কৈলাশ রবিদাস (৩০), কার্তিক রবিদাসের ছেলে সুরুজ রবিদাস (৫০), সুরুজ রবিদাসের ছেলে উত্তম রবিদাস (১৯), গনপদ রবিদাসের মেয়ে ফুলমতি রবিদাস (৪২) ও কিশোরী রবিদাসের মেয়ে রুনিয়া রবিদাস (৪০)।

কোম্পানী কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়ার মুচিপট্টিতে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা টাঙ্গাইল সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাইমদ সরবরাহ করে আসছিল।