নাগরপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা জখম


টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. ইয়ারব হোসেন (৩২) নামের এক ছাত্রলীগ নেতা জখম হয়েছে। সে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাচপাই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য।
মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার কাঁচপাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা ইয়ারব হোসেন জানান, মঙ্গলবার রাতে দলীয় কর্মসূচি শেষে স্থানীয় কাচপাই বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেই। ওই গ্রামের জনৈক নুরুল ইসলাম দেওয়ানের বাড়ির সামনে পৌছলে পূর্ব শত্রুতার আক্রোশে একই গ্রামের নবনূর মিয়া, বাবু মিয়া, রাহাত মিয়া ও জামাল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে পেছন দিক থেকে হামলা করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আহত ওই ছাত্রলীগ নেতা মো. ইয়ারব হোসেন।
তবে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছে। তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।