নন্দীগ্রামে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৪৪৫

বর্তমান সরকারের প্রতিশ্রুতি আওতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। গত ৩০শে সেপ্টেম্বর সংযোগ প্রদানের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়।

এসব পরিবার সরকার কর্তৃক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে আলোকিত হয়েছে তাদের পরিবার ও জীবন। সরকারের শতভাগ বিদ্যুৎ এর আওতায় পরিবার গুলো নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

প্রাপ্ত তথ্যে জানাযায়, নন্দীগ্রাম উপজেলার ২৫৫ টি গ্রামের ৪৫ হাজার ৬শ ৭৪ টি পরিবারের মাঝে সংযোগ প্রদান করা হয়েছে। এদিকে বিদায়ী ২০১৭ সালের জানুয়ারী থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬ হাজার ৯শ ৯৫টি পরিবারের মাঝে নতুন সংযোগ প্রদান করা হয়েছিল। এছাড়াও যেসব এলাকায় সংযোগ প্রদান বাঁকি ছিলো সেসব এলাকায় ২০১৮ সালের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সংযোগ প্রদান সম্পন করা হয় বলে নন্দীগ্রাম এরিয়া অফিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ, জি, এম মো: রেজাউল করিম এই প্রতিনিধিকে জানান।বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ এর বাস্তবায়ন হলো। নতুন বিদ্যুৎ সংযোগের ফলে শহর গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা অর্থনিিত সহ সকল বিষয়ে ব্যাপক উন্নয়ন ঘটেছে।

উপজেলার পেংহাজারকি গ্রামের মামুন হোসেন, আরিফুর রহমান, হুশিয়ারপাড়া গ্রামের মজিবুর রহমান, মুরাদপুর গ্রামের আব্দুল আজিজ, শামসুর রহমান, পারশুন গ্রামের আব্দুল কাদেরের কাছে নতুন বিদ্যুৎ সংযোগ সম্পর্কে জানতে চাইলে তারা এই প্রতিনিধিকে জানান, আমরা নন্দীগ্রাম উপজেলার প্রত্যান্ত অঞ্চলে বসবাস করি। কোনদিন ভাবিনি আমরা বিদ্যুৎ পাব এবং আমাদের জীবনে এত পরিবর্তন আসবে। নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় আমাদের কৃষি ক্ষেত্রেও অনেক উন্নতি হচ্ছে। নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় তাদের জীবন যাত্রার মান সম্পূর্ণরুপে পালটে গেছে। স্থাপন হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কারখানা। আর এতে করে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। সমাজ থেকে দুর হচ্ছে বড় অভিসাপ বেকার সমস্যা। গ্রামের যেসব যুবকরা আগে পাড়ার মোড়ে বসে আড্ডা মারত জড়িয়ে পড়ত বিভিন্ন সমাজ বিরোধী কাজে এখন সেইসব যুবকরাই নতুণ বিদ্যুৎ সংযোগ পেয়ে গড়ে তুলেছে পোল্ট্রী ফার্ম, মাছের খামার, হাসের খামার ও গরুর খামার। এতে করে পাল্টে যাচ্ছে তাদের জীবন যাত্রা পাল্টে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা। গ্রাম অঞ্চলে আগে যাদের বোঝা বলত তারাই এখন হয়েছে স্বাবলম্বী।

খন্দকার পাড়া গ্রামের মামুন হোসেন বলেন, আগে নিজেকে বোঝা মনে হত এখন নতুন পল্ট্রী ফার্ম করে পরিবারে সচ্ছলতা আসায় নিজেকে আর বোঝা মনে হয় না। শুধু মামুন না এরকম শতশত বেকার যুবকের জীবনে আলো নিয়ে এসেছে নতুন বিদ্যুৎ সংযোগ। আবার গ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আলোর অভাবে পড়াশোনা করতে পারত না। এতদিন তারা অন্ধকারে নিমজ্জিত ছিল । সন্ধ্যাবেলায় হ্যারিকেনের মিটমিটে আলোয় তাদের পড়াশোনা করতে হত। কিন্তু এখন তাদের সে কষ্ট লাঘব হয়েছে। অন্যদিকে নন্দীগ্রাম কাহালু এর সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন গ্রাম অঞ্চলে গিয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করছেন ও সার্বিক সহযোগিতা করেছেন। পাশাপাশি বগুড়া জেলা আওয়ামীরীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন ও নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করছেন এবং সরকারের সাফল্য তুলে ধরে মানুষের সাথে কথা বলছেন।

এছাড়াও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী আব্দুল মতিন নন্দীগ্রাম উপজেলা শতভাগ বিদ্যুৎ এর আ্ওতায় আনতে ব্যাপক সহডোগিতা করেছেন। শতভাগ বিদ্যুতায়নের ফলে আগামী দিনে নন্দীগ্রাম উপজেলার মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা।