ঝিনাইগাতীতে ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন


শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে।
৩অক্টোবর বুধবার দুপুরে স্থানীয় মেহমান কমিউনিটি সেন্টারে ওই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হোসাইন।
ব্যাংকিং কেন্দ্রের এজেন্ট এফ.আর ডিজিটাল এন্টারপ্রাইজ আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান ড. মুহাম্মদ সোলায়মান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখা ব্যাপস্থাপক এএএম মাজহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বণিক সমিতির সভাপতি মোঃ আবু বাহার, এফ.আর ডিজিটাল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ ফজলুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।