টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগের সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬৮

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেত মহাসড়কের ভ‚ঞাপুর লিংক রোড এলাকায় ট্রাক-জীপের মুখোমুখি সংঘর্ষে রংপুর জেলা যুবলীগের সভাপতি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর পরিচালক এইচ এম রাশেদুজ্জামান জুয়েল (৩৮) নিহত হয়েছে।

তিনি রংপুর কোতোয়াল থানার মুন্সিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। এতে আহত হয়েছে আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, রংপুর থেকে জেলা যুবলীগের সভাপতি এইচ এম রাশেদুজ্জামান জুয়েল একটি পাজারো জীপে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সাথে তাকে বহনকারী জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল, জীপটির চালক ও তার সহকারী এবং ট্রাকের দুইজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিসৎক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

এমএমআর/আবু কাওছার আহমেদ