কিশোরগঞ্জে বাজারে আগুন, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বাজারে বুধবার রাতে আগুন লেগে চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে কিশোরগঞ্জ থানার এসআই ফজলু মিয়া আসামি ধরতে বের হন।
বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় মেডিকেল মোড় এলাকায় একটি দোকানে আগুন দেখতে পান। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার আগেই ফরহাদ হোসেনের হাসি ট্রেডার্স, লিটন মিয়ার নাজমা ট্রেডার্স, জেনারুল ইসলামের ফানির্চারের দোকান ও মহব্বত মিয়ার দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন এ আগুনের সূত্রপাত হয়।