ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০০ এএম, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫০

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের হিমচাঁদ মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামের সেলিম মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩৭)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, কালিগঞ্জের নিমতলা থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে মাগুরার দিকে যাচ্ছেন মনিরুল ইসলাম। হাটগোপালপুর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি আটক করা হয়। 

তিনি জানান, পরে গাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।