সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৪
২৪ সেপ্টেম্বর (সোমবার) পঞ্চগড় নাগরিক কমিটির আয়োজনে প্রতিবাদ সভা ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
 
সম্প্রতি পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল সহ জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও অদক্ষ গাড়ী চালক ঘাতকদের গ্রেফতারের দাবীতে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।
 
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাচাও পঞ্চগড় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তীতে ৭ দফা দাবী উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।