টাঙ্গাইলে ত্র্যালোংজানী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ১০৬৯

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে ত্র্যালোংজানী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হয়। নৌকা বাইচ দেখতে ভিড় করেন হাজার হাজার বিনোদন প্রেমী মানুষ। নদীর পাড়ে হাজারো মানুষের যেন এক মিলন মেলায় পরিণত হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন।

প্রায়ই হারিয়ে যাওয়া এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের মনোবল বাড়াতে এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

হাবিজুর রহমান হাবেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ,টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু,আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ।

নৌকা বাইচ এর আয়োজন করেন টাঙ্গাইল সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নরুল ইসলাম নরু এবং সহযোগীতায় ছিলেন ছিলিমপুর,দেউলী ও আটিয়া ইউনিয়ন।

টাঙ্গাইল সদর উপজেলায় ছিলিমপুর এলাকায় ত্র্যালোংজানী নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে নদীর উভয় পাড়ে জড়ো হন নারী পুরুষসহ নানা বয়সের হাজারো দর্শনার্থী। প্রতিযোগীদের বৈঠার ছলৎ ছলৎ শব্দ আর তাদের নাচ গানে মুগ্ধ এইসব দর্শনার্থীরা।