নীলফামারীতে বাঁশের ভেলা ভাসছে শিক্ষার্থীদের স্বপ্ন

নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ এএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৫৮২
একটি ব্রিজের অভাবে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ও গাড়াগ্রাম ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বছরের পর বছর পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রণচন্ডি ও গাড়াগ্রাম ইউনিয়নের সংযোগ সড়কের ধরেয়ার বাজার নামক স্থানের নাউয়ার ঘাটে ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।
 
আজ রবিবার সরেজমিনে জানা গেছে, গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম, পশ্চিম দলিরাম, হিন্দুপাড়া, মাঝাপাড়া ও গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রণচন্ডি ইউনিয়নের বাবুর বাজার, ধরেয়ার বাজার, ডাঙ্গাপাড়া, রণচন্ডি অবিলের বাজার, রণচন্ডি দালালপাড়া ও রণচন্ডি স্কুল অ্যান্ড কলেজ, উত্তর খামার গাড়াগ্রাম জাবালে নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসা সহ দশ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ সামান্য বৃষ্টি হলে তাদের প্রতিদিন কলাগাছের ভেলা বানিয়ে বুল্লাই নদী পারাপার করছে।
 
রণচন্ডি ইউনিয়নের ধরেয়ার বাজার গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাড়াগ্রাম ইউনিয়ন শাখার  সাধারণ সম্পাদক  শাহরিয়ার হোসেন মনজুর বলেন, আমরা দশ গ্রামের বাসিন্দারা প্রতি গ্রামে গিয়ে চাঁদা তুলে প্রায় এক লাখ ৪৫ হাজার টাকা ব্যয় করে নাউয়ার ঘাটে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিলাম। আর আমাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন মাশরাফি বিন মর্তুজা ক্রীড়া ও সামাজিক সংঘ। কিন্তু সেটি পুরাতন হয়ে যাওয়ায় ও গত কয়েকদিনের টানা বর্ষণে ভেঙে যায়। তাই বাধ্য হয়ে এলাকাবাসীসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ছাত্র-ছাত্রীদের নিরাপদ নদী পারাপার ব্যবস্থার জন্য সামাজিক সংগঠনের সদস্যরা মিলে তৈরি করে কলাগাছের ভেলা।
 
এ বিষয়ে রণচন্ডী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন জানান, আমরা ব্রিজ টির অনেক কথা শুনেছি ছাত্র-ছাত্রীদের কাছে কিছুদিন আগে আমাদের পশ্চিম দলিরাম বুল্লায় পাড়ার  লেবু মিয়ার ছেলে আব্বাস আলী বিদ্যুৎ শকে মৃত্যুবরণ করলে, আমরা তাকে দেখতে গিয়ে মোটরসাইকেলসহ যাওয়ায় সময় নাউআর ঘাটের ব্রিজ এ বিপাকে পড়ে যাই'। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকার মহোদয় এর সংশ্লিষ্ট  কর্মকর্তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কথা চিন্তা করে এলাকায় ব্রিজ টির ব্যবস্থা করবেন। 
 
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক জানায়, আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু উর্দ্ধতন কর্মকর্তাদের আশায় থাকতে হচ্ছে কারণ ব্রিজ টি ত্রাণের ব্রীজ থেকে দেয়া সম্ভব নয়। 
 
রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান বিমান বলেন, আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলে সেখানে ত্রাণের একটি ব্রিজ নির্মাণের জন্য সব ব্যবস্থা করেছিলাম। কিন্তু মাপজোক করে দেখা যায়, সেখানে ত্রাণের ব্রিজেরর যে বরাদ্ধ থাকে তা দিয়ে হয় না। সেখানে ব্রিজ করতে গেলে কমপক্ষে ৮০ থেকে ১০০ মিটার ব্রিজ দরকার এবং সেটি উপজেলা এলজিইডির মাধ্যমে করতে হবে। তাই বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।
 
উপজেলা প্রকৌশলী এসএম কেরামত আলী নান্নু বলেন, নাউয়ার ঘাটে বুল্লাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে স্কিম পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ব্রিজটি নির্মাণ করা হবে।
 
এমএমআর/মোসফিকুর রহমান