টাঙ্গাইলে মানব পাচার প্রতিরোধ ও প্রতিবন্ধকতা দুরীকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৫৭৮

‘গণসচেতনা তৈরি করি, মানব পাচার বন্ধ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে টাঙ্গাইলে ‘মানব পাচার প্রতিরোধে বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুরীকরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর শনিবার সকালে ইউএসএআইডি এর অর্থায়নে ও উইনরক এর সহযোগিতায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেম্পাল জেলা জজ মো. আবুল মনসুর মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তারিক হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উইনরক ইন্টারন্যাশনালের ম্যানেজার মুজাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহেল, কর্ডিনেটর মো. মোজাম্মেল হক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রোসেকিউটর সিরাজুল ইসলাম, জেলা বার সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল সোবাহান এনজিও ফোরামের শামীম আল মামুন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সদস্য ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও রাখেন সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, সাংবাদিক হাবিব খান, জেলা ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ মুনির হোসাইন খান প্রমুখ ।

অনুষ্ঠানে আত্মসচেতনা, গণসচেতনা, মানব পাচার, নিরাপদ কর্মসংস্থান, নারী ও শিশু পাচার রোধে আলোচনা করা হয়।