টাঙ্গাইলে প্রকাশনী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৭

টাঙ্গাইলে কবি সোলায়মান-আল্-মনসুর এর ‘স্বপ্নিল সাগর মোহনায়’ এবং কবি মনজুর তারেক এর ‘ইচ্ছে পূরণ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাধারণ গ্রন্থাগারে হিমু প্রেস এন্ড পাবলিকেশন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ড. মাহবুব সাদিক।

চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাহান আনসারী, আকাশ সাহিত্য সংসদের সভাপতি ছড়াকার শাজু রহমান।

অনুষ্ঠানে গ্রন্থালোচনা করেন কবি তরণ ইউসুফ ও কবি আল রুহি। কবি আযাদ কামালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিমু প্রেস এন্ড পাবলিকেশন্স এর স্বত্বাধিকারী হেমায়েত হোসেন হিমু।