সাস্সুয়োলোর বিপক্ষে রোনাল্ডোর জোড়া গোল


প্রতীক্ষার অবসান, অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চতুর্থ ম্যাচে জুভেন্তাসের জার্সিতে গোল করলেন সিআর সেভেন। জুভেন্তাসের জার্সিতে প্রথম তিন ম্যাচে একাধিক গোল মিসের পর চতুর্থ ম্যাচে অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো। সিরি এ লিগে সাস্সুয়োলোর বিরুদ্ধে ম্যাচের ৫০ মিনিটে গোল করেন রোনাল্ডো। সাস্সুয়োলোকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল জুভেন্টাস।
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর নতুন ক্লাবের হয়ে রোনাল্ডো প্রথম গোল করলেন রবিবার। ইতালির সিরি এ লিগে আগের তিন ম্যাচে ২৮টি সুযোগ হাতছাড়া করার পর গোল পেলেন ক্রিশ্চিয়ানো। প্রথম গোলের মিনিট পনেরো পরেই ফের বাঁ-পায়ে আবার গোল করে স্কোরলাইন ২-০ করেন সেই সিআর সেভেন।
হ্যাটট্রিকের সুযোগ থাকলেও দু'বার গোল মিস করায় তা অধরাই থেকে যায়। হ্যাটট্রিক মিস করে হতাশা প্রকাশ করতেও দেখা যায় ক্রিশ্চিয়ানোকে। দুটি ওপেন চান্স মিস না করলে এদিনই জুভেন্তাসের জার্সিতে প্রথম হ্যাটট্রিক হয়ে যেত পর্তুগিজ সুপার স্টারের।
নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-০ ছিল। ইনজুরি টাইমে একটি গোল শোধ করে সাসুওলো। সাসুওলোর হয়ে গোল শোধ করেন পরিবর্ত ফুটবলার বাবাকার। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডগলাস কোস্তা বিপক্ষ এক ফুটবলারকে ঘুঁষি মেরে এদিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।