সাংবাদিক সহিদের ভগ্নিপতির ইন্তেকাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৫৮৯

মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের ভগ্নিপতি ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন মিন্টু (৫২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার রাত সাড়ে নয়টার দিক ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধায় বুকে ব্যথা অনুভর করলে তাকে হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়।

ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মরহুম আবু তাহের। গ্রামের বাড়ি টাঙ্গাইলের করটিয়ার করাতিপাড়া। আফতার উদ্দিন একটি বেসরকারী নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন।

রবিবার সকাল সাড়ে দশটায় উত্তরা রানাভোলা জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে ১২ নম্বর সেক্টর কবরাস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক শামসুল ইসলাম সহিদের ভগ্নিপতির অকাল মৃত্যুতে মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।