ধনবাড়ীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, সোমবার, ২ অক্টোবর ২০১৭ | ৫০০

 টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পোড়াবাড়ী বাজার হইতে মির্জাপুর ঘাট পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দীর্ঘ দিনেও পাকা না হওয়ায় এলাকারবাসী সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল সোমবার কাচা রাস্তা পাকা করার দাবী জানিয়ে পোড়াবাড়ী গ্রামের লোকজন রাস্তার উপর ধানের চারা লাগান।
এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাচা এই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত কাদা হয়।

চলা চলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে সড়কটি ধান চাষের জমির মত কাদায় ভরপুর হয়ে উঠে। তাই ধানের চারা লাগিয়ে রাস্তা মেরামতের জন্য প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাতিক্রম প্রতিবাদ করেন টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নং ওযার্ড বাসী। প্রতি বছর বর্ষা কালে এ রাস্তা খানাখন্দে পানি আর কাঁদায় ভরে যায়। ফলে রাস্তা দিয়ে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্ব সাধারণের চলাচল খুব দূর্বিসহ হয়ে পড়ে।

এ রাস্তাটি মেরামতের জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে-দ্বারে ঘুরে কোন লাভ হয়নি। তাই জনবহুল এ এলাকার এ সড়কটি পাকা না করায় সড়কে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাবেক সাব-রেজিস্ট্রার আনোয়ারা বেগম জানান, বর্ষা কাল এলেই জনবহুল এই সড়কে হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের জন্য একে বারেই অনুপযোগী হয়ে পড়ে। সড়টি দীর্ঘ দিনেও পাকা না করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপন করে।

মাদ্রাসা শিক্ষাক সেকান্দর আলী জানান, রাস্তাটি পাকা করা খুবই জরুরী।

আমিরপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষর্থী লামিয়া খানম বলেন, একটু বৃষ্টি হলেই কাদা পনিতে রাস্তাটি একাকার হয়ে যায়। ফলে আমাদের মত শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা খুবই কষ্ট হয়ে পড়ে। কখনো কখনো বিদ্যালয়ে যেতেই পারিনা। কাজেই রাস্তাটি পাকা করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।

স্থানীয় ইউপি মেম্বার অমিত হাসান দিপু জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। মাঝে মাধ্যে পরিষদের পক্ষ থেকে মাটি ফেলা হলেও কোন কাজ হয় না। বরং কাঁদা আরো বেড়ে যায়। কাজেই রাস্তটি পাকা করা খুবই জরুরী।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, রাস্তাটি বৃহত্তর ময়মনসিংহ প্রকল্পে পাকা করার প্রস্তাবনা রয়েছে।