ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের সহকারী

শিক্ষিকা সুরাইয়া খাতুনের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯২

টাঙ্গাইল সদর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সুরাইয়া খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, গর্ভনিং বডির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শিক্ষক জামাল হোসেন, মো. নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন কাগমারা বায়তুস জান্নাত নূরানী হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, ধরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মো. শামসুন্নাহার, গভর্নিং বডির সদস্য মো. ওয়ারেজ প্রমুখ। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর শিক্ষিকা সুরাইয়া খাতুনের মেয়াদ শেষ হয়।