গোপালপুরে আওয়ামীলীগের এমপি প্রার্থী খন্দকার মশিউজ্জামান এর নির্বাচনী জনসভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬২

টাঙ্গাইলের গোপারপুরে গত (১১ সেপ্টম্বর) মঙ্গলবার বিকেলে হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল জনসভা করেছেন ভূয়াপুর-গোপালপুর আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী খন্দকার মশিউজ্জামান রোমেল।

মাহামুদুন নবী রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূয়াপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরিদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমপি আলহাজ্ব টিপু মুন্সী, গোপালপুর-ভূয়াপুর টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এসময় গোপালপুর ভূয়াপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।