গফরগাঁওয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে ”সময়ের স্বপ্ন”

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৫ পিএম, রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬৫

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের দরিদ্র তরুন-মেধাবী শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় আলোকিত করতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে “সময়ের স্বপ্ন” সামাজিক উন্নয়ন সংগঠন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেছে

শুক্রবার সকাল সাড়ে ৯টায় গফরগাঁও উপজেলার মশাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতার্তুক কামাল আজাদ।

এসময় সময়ের স্বপ্নের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম, অর্থ পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে এ সংগঠনটি গ্রামীণ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ, বই-পুস্তক বিতরণ, বৃক্ষরোপন, রাস্তাঘাট মেরামত কর্মসূচীসহ নানা সামাজিক উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে এবার নতুন করে এ সংগঠনটি কম্পিউটার প্রশিক্ষণের যাত্রা শুরু করেছে।

গ্রামের মেধাবী-দরিদ্র তরুণ-তরুণীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি সহায়ক হিসেবে বিবেচনা করছেন গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার সচেতন মানুষ।

সময়ের স্বপ্ন-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির অপরিহার্যতার কথা চিন্তা করে প্রথম থেকেই সর্বসাধারণকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনার ইচ্ছা  থাকলেও পর্যাপ্ত রিসোর্সের অভাবে সেটা সম্ভব হয়ে উঠেনি। তাই ৭ই সেপ্টেম্বর ২০১৮ থেকে গ্রামের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম উন্মুক্ত করেছি।