পাবনায় ছেলের হাতে বাবা খুন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ এএম, রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৯১২

পাবনার আতাইকুলায় নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। শনিবার রাত ১০ টার দিকে জেলার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আব্দুল হানেফ (৫৫)। হত্যায় অভিযুক্ত ছেলের নাম মামুন ( ২২)। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে কামরুল ইসলাম জানান, শনিবার রাতে মামুন তার বাবা আব্দুল হানেফের কাছে টাকা চেয়ে না পেয়ে গালিগালাজ শুরু করে। এ সময় আব্দুল হানেফ মামুনকে ধমক দিলে সে ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে বাবা আব্দুল হানেফকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় সে।

গুরুতর আহত অবস্থায় আব্দুল হানেফকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

কামরুল ইসলাম আরো জানান, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।