ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নের লক্ষ্যে
কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ে ২ লক্ষ টাকা সমমূল্যের সৌরবিদ্যুৎ প্রদান


মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ “ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে রূপকল্প ২০২১ সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মান সম্মত বিদ্যুৎ’ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা প্রণয়ন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎখাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
এরই প্রেক্ষিতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি এ (অনার্স) এম এ ৬ সেপ্টেম্বর কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়কে ৭৫০ ওয়ার্ড এর মূল্য প্রায় দুই লক্ষ টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প প্রদান করেন।
এরই কৃতজ্ঞতায় বর্তমান সরকার ও উপজেলা প্রশাসনকে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন। সৌর বিদ্যুৎ প্রকল্প প্রদানে সার্বিক সহযোগিতা করেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন।
প্রকল্পটি গ্রহণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন? কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ এরশাদ, আনসারুল ইসলাম সোহেল, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ।