হরিনাকুন্ডুতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬০

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মৎস্যজীবী ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মান্দিয়া গ্রামের তোয়াজ উদ্দিন মন্ডল (৬০)।

হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সি ও সংশ্লিষ্ট রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল এ খবর নিশ্চিত করেছেন।

ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, উপজেলার মান্দিয়া ক্যানেলের পাশের হাওড়ে একটি কুড়ে ঘরের পাশে তোয়াজ উদ্দিন মন্ডলের মরদেহ পেয়েছেন তারা। নিহত ব্যক্তি একসময় চরমপন্থি দলের সদস্য ছিল। সে একটি হত্যা মামলার আসামি। তিন বছর আগে নিজ গ্রামের হক আলী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ যে স্থানে পুতে রাখা হয় সেই স্থানেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। বর্তমানে সে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। নিহতের ছোট স্ত্রী ও তার এক ছেলে রাতের খাবার নিয়ে যাওয়ার পরে খবর জানাজানি হয়।

ওসি আরো জানান, রাত সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।