নন্দীগ্রামে ইয়াবা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৮

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৪৩৭

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ৫ জন কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানার এসআই আনিসুজ্জামান ও এসআই এখলাসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্জয় মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত: রহিম উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩৫) কে ২০ পিচ ইয়াবাসহ আটক করে।

অপর অভিযানে তেঘরী গ্রামের হাসেন আলীর ছেলে হাতেম আলী (৩০) ১০ পিচ ইয়াবা ও একই গ্রামের মৃত: আয়নাল হকের ছেলে আব্দুল করিম (২৫) কে ২ পিচ ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে অপর এক অভিযানে ওয়ারেন্ট মুলে উপজেলার বাটদিঘী গ্রামের মৃত: খোরশেদ আলীর ছেলে নজরুল ইসলাম, মৃত: আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও মৃত: আকবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করে।

এদিকে সাধারন মামলায় পারশন গ্রামের মৃত: মোহাম্মাদ আলীর ছেলে রবিউল ইসলাম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার এসআই আনিসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।