এসিড সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দোকান মালিককে জরিমানা

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৫২২

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মল্লিক ভবনে অবস্থিত মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজে অবৈধ ভাবে এসিড সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানের মালিক নাজির হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মল্লিক ভবনে অবস্থিত মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজে অবৈধ ভাবে এসিড সংরক্ষণ ও বিক্রয় করা হচ্ছে।

এমন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন নেতৃত্বে সেখানে অভিযান চালনো হয়। পরে আদালত বসিয়ে অবৈধ ভাবে এসিড সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২এর ৩৮ধারা মোতাবেক আর্থিক জরিমানা ও ১শত লিটার এসিড জব্দ করা হয়।