সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে এক জনের মৃত্যু

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, সোমবার, ২৭ আগস্ট ২০১৮ | ৪৭০

নওগাঁর সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে মধ্য বয়সী এক গৃহ কর্তা আত্নহত্যা করেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কোচকুড়লিয়া পাইক পাড়ায় আত্নহত্যার ঘটনাটি ঘটেছে, আত্নহত্যাকারী লুৎফর রহমান (৫৫) ওই গ্রামের মৃত জানমোহাম্মাদের পুত্র।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় ৩ সন্তানের জনক লুৎফর রহমান রাতের খাবার খেয়ে তার শয়ন ঘরে ঘুমাতে যায়। ঘরে তার সাথে কেউ না থাকায় সে রাতের কোন এক সময় তার শয়ন ঘরের কোঠার তীরের সাথে রশি টাঙ্গিয়ে গলায় ফাঁস লাগায়।

সকালে গৃহ কর্তা লুৎফর ঘর থেকে না বেরুলে বাড়ীর লোকজনের মাঝে টনক নাড়ে। সকলে মিলে তাকে ডেকে ডেকে সে কিছুতেই দরজা না খোলায় দরজা ভেঙ্গে লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এর পর বিষয়টি স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং লোকটি বেশ কিছু দিন ধরে মানষিক বিকারে ভুগছিল বলে পুলিশ জানিয়েছে।