পালাকাটা মাদরাসায় ঈদপূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন


চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসায় পবিত্র ঈদুল আযহা পরবর্তী এক ঈদপূণর্মিলনী অনুষ্ঠান শনিবার মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে।
পালাকাটা দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র সংসদের আহবায়ক মো. নূরুন্নবীর সার্বিক তত্ত্বাবধানে ও শিল্পী শোয়াইব বিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা নূরুল হোছাইন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সংসদের সকল সদস্যদের সম্মতিক্রমে বর্তমান আহবায়ক মো. নূরুন্নবীকে সভাপতি নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।