চকরিয়া চক্ষু হাসপাতালের নুরুল হকের মৃত্যু

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৮ এএম, রোববার, ২৬ আগস্ট ২০১৮ | ৪৯২

চকরিয়া চক্ষু হাসপাতালের ডিরেক্টর এস.এম নুরুল হক (৪৩) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে শনিবার ২৫আগস্ট দুপুর পৌঁনে ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ছিল। পরিবারের বরাত দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) শফিউল আজম মুছা জানান, রোববার ২৬আগস্ট সকাল ১০টায় গ্রামের বাড়ি খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের মাঠে মরহুম এস.এম নুরুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।  ডিরেক্টর নুরুল হক উপজেলার খুটাখালী দক্ষিণপাড়া নিবাসী মরহুম মোজাহের আহমদের ছেলে। 

এদিকে চকরিয়া চক্ষু হাসপাতালের ডিরেক্টর এস.এম নুরুল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) শফিউল আজম মুছা। 

একইভাবে চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) এপেক্সিয়ান জুবাইদুল হক চৌধুরী, সাংবাদিক শাহজালাল শাহেদসহ পুরো চক্ষু হাসপাতাল পরিবারও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।