বগুড়ায় পাতিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০ এএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | ৪৬৫

বগুড়ার দুপচাঁচিয়ায় বড় পাতিলে রাখা পানিতে ডুবে রাবেয়া খাতুন নামের ১১ মাস বয়সী শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার পুকুরগাছা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জানা গেছে, শিশু রাবেয়া খাতুন দুপচাঁচিয়া উপজেলার পুকুরগাছা গ্রামের গোলাম রব্বানীর একমাত্র সন্তান। দুপুরে মা বেলী বেগম ঘরে জাল বুনছিলেন। এ সময় শিশু রাবেয়া হামাগুড়ি দিয়ে ঘরের বারান্দায় যায়।

একপর্যায়ে শিশুটি বারান্দায় রাখা বড় পাতিলের পানির মধ্যে পড়ে যায়। মেয়ের সাড়াশব্দ না পেয়ে মা বারান্দায় গিয়ে দেখেন পাতিলের মধ্যে তার বুকের ধন রাবেয়া পড়ে মারা গেছে। শুধু পা দুটো উপরে রয়েছে। রাবেয়া বেগমের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসেন।

শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মাকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন।দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, পানিভর্তি পাতিলে পড়ে এক শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।