ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে এখনো যানজট মুক্ত


সব শঙ্কা কাটিয়ে ঈদ যাত্রার চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং প্রশাসনের কঠোর নজরদারির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে
এবারের ঈদে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ২৩ টি সেতু গত সপ্তাহে খুলে দেয়া হয়। এছাড়া শনিবার থেকে ধেরুয়া রেল ক্রসিং এলাকায় নির্মণাধীন দুটি উড়াল সেতুর মধ্যে উত্তর পাশের একটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ফলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের চন্দ্রা থেকে এ্যালাঙ্গা পর্যন্ত যানজটে পড়তে হচ্ছেনা বলে জানা গেছে। সকালে এ্যালাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা দ্রুত নিরশন হয়।
মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্পিট কম্পোজিট থেকে কাশেম ড্রাইসেল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ফোরলেনের কাজ শুরু না হওয়ায় ওই অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে বলে গোড়াই হাইওয়ে থানার ওসি একে এম কাউসার সন্ধায় জানিয়েছেন।