আরকানের রোহিঙ্গা মুসলমানরা আমাদের ভাই-মাহমুদ মাদানি

নিজস্ব প্রতিবদেক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৫০৯

আরকানের রোহিঙ্গা মুসলমানরা আমাদের ভাই, তাদেরকে ত্রাণ দেওয়ার পাশাপাশি  সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে তাঁদেরকে সম্মানের চোখে দেখা। তাদের ইজ্জৎ-আব্রু হেফাজত করা আমাদের মৌলিক দায়িত্ব।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর-১৭) মজলুম রোহিঙ্গাদের ত্রাণ দিতে এসে  মাওলানা সাইয়িদ মাহমুদ মাদানি কক্সবাজার লাইটহাউজ মাদরাসায় এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সর্বস্তরের ওলামা-তোলাবা যেভাবে মাজলুম মুসলিম রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে এককথায় অনবদ্য, নজিরবিহীন।
বাংলাদেশের ওলামায়ে কেরামের ভূমিকার ভূয়সী প্রশংসাও এসময় তিনি করেন।

তিনি বলেন,পৃথিবীতে পেটে ভাত না থাকা মানুষগুলো কখনো কারো উপর হামলা করেনা করতে পারেনা। তারা নিরীহ, বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। বিশ্বব্যাপি সকল বিত্তশালীরা নিরীহদের উপর হামলা করেছে।