প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ এএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ৪৬৮

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকোতে একমাত্র গোলে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। কিন্তু অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন জোয়াও মিরান্দা।

ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই। দুই দলের মুখোমুখি ১০৮ লড়াইয়ে ৪৪টি জয়ের বিপরীতে ৩৯টিতে হেরেছে তারা।

অমীমাংসিত থেকেছে ২৫টি ম্যাচ। এ জয়ের ফলে ব্রাজিলের ৪৫ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয়ের সংখ্যা হলো ৩৯।