দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ডিসি মাহামুদুল আলম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ৪৩২
দিনাজপুরের বীরগঞ্জে ১৬ অক্টোবর বিকেল ৩টায় দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম বলেছেন, সাংবাদিকদের স্কন্ধে রাষ্ট্রের ৪র্থ তম স্থম্ভ হিসেবে দায়িত্ব রয়েছে তাই সরকারের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাত, জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার চিত্র তুলে ধরার আহবান জানান।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে-দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার সাথে কোন আপোষ নাই।
 
দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা মোঃ জাহাঙ্গীর কবির
 
পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়, এনজিও প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, কাজী মোঃ মঞ্জরুল ইসলাম ও অন্যরা।