বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে----এমপি তানসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৪২৩

বগুড়া-৪ আসনের সংসদ সদস্যও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষকদের ব্যাপক সহায়তা করে চলেছেন। এসরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের আমন ধানের বীজ দিয়ে উদ্বুদ্ধ করেছে। প্রতিটি ঘরে ঘরে আওয়ামীলীগ সরকারের সহায়তায় কৃষির মাধ্যমে দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার কৃষি ও কৃষক বান্ধব।

গতকাল রবিবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে থালতামাঝগ্রাম ইউনিয়নের ১২০জন কৃষকদের মাঝে বিনামূল্যে নাইজার শাহিন জাতের আমন বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ত্রিমুনী বাজার কৃষি অফিসার মুহাঃ মশিদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারনের অতিরিক্ত উপ- পরিচালক মোছাঃ রাহেলা পারভীন, থালতামাঝ গ্রাম ইউনিয়নের ইউ পি চেয়ারম্যান আব্দুল মতিন, এতে বক্তব্য রাখেন ভাটরা ইউ পি সদস্য মোঃ মিজানুর রহমান মাছুম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম প্রমূখ। এরপর উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে শাহিন জাতের আমন বীজ বিতরণ করেন রেজাউল করিম তানসেন এমপি।