লা লিগায় বার্সেলোনার ৬০০০ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৪৩৪

বার্সেলোনার জার্সি পরলেই যেন অন্যরকম এক জোশ চলে আসে তার শরীরে। প্রতিপক্ষের জালে একের পর এক গোল করে চলেন তিনি। চলতি মৌসুমের লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। জোড়া গোল করেছেন জাদুকর লিওনেল মেসি। অন্য গোলটি ব্রাজিল তারকা ফিলিপে কুতিনহোর। তবে মেসির প্রথম গোলটি অন্যরকম এক ইতিহাস হয় রইল।

ম্যাচের ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক থেকে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের সঙ্গেই লা লিগায় বার্সেলোনা দেখা পায় ৬০০০তম গোলের। হ্যাঁ, অধিনায়ক মেসির পা দিয়ে গড়া হয়েছে কাতালান ক্লাবটির এই ইতিহাস। ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুতিনহো। এরপর যোগ করা সময়ের ৯২তম মিনিটে সুয়ারেসের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন মেসি।

ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রশংসা করে কোচ আর্নেস্তো ভালভের্দে বলেন, 'মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিন তাকে দেখতে পারি। সে খেলছে এমন সময়ে ফুটবলে জড়িত থাকতে পারায় আমরা সৌভাগ্যবান। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক। সে সব সময় আপনাকে বিস্মিত করে- সত্যি বলতে কি, আমাকে বিস্মিত করায় তার কোনো ক্লান্তি নেই।'