শেখ কামাল ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৫০৬

চল্লিশ বছরের বেশী বয়সী খেলোয়াড়দের নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হলো শেখ কামাল ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্ট।

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে টিনিউজ বিটি ডট কম ও টিসি ভিশনের প্রচারনায় রাতে ফ্লাড লাইটের আলোয়  টাঙ্গাইল জেলার সাবেক ফুটবলার  ও স্বাস্থ্য সচেতন কিছু ক্রীড়ামোদীদের নিয়ে মিনি বারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে এ উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীপ লুনা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ হোসেন, সাবেক ফুটবল খন্দকার শহিদুল আলম রঞ্জন ও সৈয়দ বুলবুল হায়দার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।  

১৬টি দল নিয়ে রবীন লীগ ভিত্তিক টুর্নামেন্টে প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহন কারী দলগুলো হলো “ক”গ্রুপে সু-প্রভাত ক্লাব, সৈয়দ জালাল আলী সমিতি, আমরা সু-প্রভাত ও দেহগড়ি শরীর চর্চা ক্লাব।

“খ” গ্রুপে রংধনু রাইডার্স, সোনালী অতীত ভূএাপুর উপজেলা, ফাইভ স্টার সু-প্রভাত ও সোনালী সকাল ক্রীড়া সংঘ।

“গ” গ্রুপে শুভ সকাল, নুরা পাগলা, টাঙ্গাইল ব্যাডমিন্টন ক্লাব ও শতায়ু ক্লাব এবং “ঘ” গ্রুপে বাসাইল সোনালী অতীত ক্লাব, ফাস্ট ডিডিশন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, কারক ফ্রেন্ডস ক্লাব(কেএফসি ক্লাব) ও আরামবাগ ক্লাব।