বগুড়ায় ৪কেজি ৮'শ গ্রাম গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক


বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ। রবিবার রাত ০২ টা ২০ মিনিটে মোকামতলা পুরাতন পুলিশ ফাড়ির সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচ তল্লাশী করে ঐ পরিমান গাজাসহ তাকে অাটক করা হয়।
অাটককৃত মোহাম্মদ অালী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কুমার শালদাইর গ্রামের সদর আলীর ছেলে বলে জানা গেছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস অাই রেজাউল করিম (রেজা) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন অাইনে মামলা দেয়া হয়েছে।ইতোপূ্র্বেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।