'২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৪৬৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। আর ২০৪১ সাল নয়, ২১০০ সালের বাংলাদেশে কি হবে তা দেখতে চাই। আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি ২১০০ সাল পর্যন্ত। ডেল্টা প্ল্যানের মধ্যে যেটা আমি সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছি, প্রত্যেকটি নদী ড্রেজিং করে, প্রতিটা এলাকাকে উন্নত করতে হবে। প্রতিটা জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ আমাদের সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এই তিনটির পদক্ষেপ নিতে হবে।’ 

রোববার (১৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসার আওতায় রাজধানীর খিলগাঁও এলাকায় দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার আগামী ১০০ বছর পর কিভাবে পানি সরবরাহ করবে সেই পরিকল্পনা নিয়েছে। শুধু রাজধানী নয়, সারা দেশের জেলা উপজেলায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে পরিকল্পনা নিয়েছি

এসময় তিনি বলেন, ‘আবারো ক্ষমতায় এলে রাজধানীর সব বক্সকালভার্ট ভেঙে এলিভেটেড রুট নির্মাণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন, যদি আসতে পারি, তাহলে সকল বক্স কালভার্ট ভেঙে দেব আমি।  আশা করি পর্যাপ্ত টাকা-পয়সা হবে আমাদের। আর ওই বক্স কালভার্ট এবং খালগুলো উন্মুক্ত করে দেব। খালগুলোর উপর দিয়ে এলিভেটেড রাস্তা বানিয়ে দেব।’

তিনি বলেন, আমি গণতন্ত্রের রক্ষায় যেভাবে কাজ করেছি সেই সঙ্গে নগরবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছি। রাজধানী ঢাকার পানি ব্যবস্থাপনা এক ধরণের বিশৃঙ্খলা অবস্থায় ছিল। আমি শৃঙ্খালা ফিরিয়ে বিশুদ্ধ পানির সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করেছি।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।