সামাজিক বৈঠকে হামলা করে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:১১ পিএম, শনিবার, ১৮ আগস্ট ২০১৮ | ৪৯২

পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক বৈঠকে উপস্থিত জনতার সামনে হামলা করে পিতা ও পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকায়। পরে আহত মো. নায়েব আলীর মেয়ে ফারজানা আক্তার লিজা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় গত ১৪ আগস্ট মামলা দায়ের করেন। মামলায় হামলার সাথে জড়িত ৯ জনকে অভিযুক্ত করা হয়।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ঈদুল আযহা উপলক্ষে বোয়ালী লতিফ মেম্বারের বাড়ির পাশে একটি সামাজিক বৈঠক আহ্বান করা হয়। সেখানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাত দশটার দিকে একটি সিদ্ধান্ত নিয়ে সত্তুরোর্ধ মো. আমজাদ আলীর সাথে আগে থেকেই সঙ্ঘবদ্ধ হয়ে অবস্থান নেওয়া কয়েকজন হামলাকারীর সাথে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর হামলাকারী দলের সদস্য করের বেতকা গ্রামের হবি মিয়ার ছেলে মো. আরিফ (৩০), মো ভান্ডারী (১৯), আমির হোসেন (৩৭), মজিবর রহমান (৪০) ও মো. বাছেদ (৩৪) এবং আদি টাঙ্গাইল গ্রামের কিসমত আলীর ছেলে মো. সোহেল ওরফে ঠোট কাটা সোহেল (২৯), মো. শরিফ (২৬), নন্দের বেতকা গ্রামের মো. বারু শেখের ছেলে মো. সবুজ (২৬), মো. আজাদ (২৯) দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে মো. আমজাদ আলীকে আহত করে।

পিতা আমজাদ আলীকে বাচাতে গেলে পুত্র মো. নায়েব আলীর উপর হামলা করে দুর্বৃত্তরা। এতে নায়েব আলীর মাথা ও শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।