নন্দীগ্রামে বিএনপি নেতা মাওলানা তোহা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০০ পিএম, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ | ৪৮৯

বগুড়ার নন্দীগ্রামে সরকার বিরোধী আন্দোলন ভাংচুর ও নাশকতার ২০ মামলার আসামি বগুড়া জেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহা কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ২০১৫ সালের বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন জানান, মাওলানা ফজলে রাব্বী তোহা শাকপালা বাসষ্ট্যান্ড এলাকায় বসবাস করে। এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে। বিএনপি নেতা তোহা কে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।